হোম > জাতীয়

বাংলাদেশিদের ই-মেডিকেল ভিসা দেবে ভারত

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত। আর উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার জন্য রংপুরে নতুন সহকারী হাইকমিশন খোলা হবে। আজ শনিবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে দেশটির নরেন্দ্র মোদি এসব ঘোষণা দেন।

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আমি ক্রিকেট বিশ্বকাপে আজকের (২২ জুন) ম্যাচের জন্য ভারত ও বাংলাদেশ—উভয় দলকে শুভকামনা জানাই। ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’

আজ বিকেলে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে মোদি এসব কথা বলেন। হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তাঁকে ভারতের রাষ্ট্রপতি ভবনে উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। সফরে নতুন ৭টিসহ মোট ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়