হোম > জাতীয়

মাসখানেকের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, 'স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনগণের সচেতনতা জরুরি।' 

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবার বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। 

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আশা করি মাসখানেকের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারব। একটা সহনশীল জায়গায় আনতে পারব। তবে জনসচেতনতা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে।' 

তাজুল ইসলাম বলেন, 'ডেঙ্গু বৈশ্বিক ইস্যু। ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আমরা ২০১৯ সালে ডেঙ্গু মহামারি থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। পরের বছর ২০২০ সাল ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছি। এবার ২০২১ সালে প্রায় ১৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি পৃথিবীর অনেক দেশ থেকেও ভালো অবস্থায় রয়েছে।' 

ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য লকডাউন ও ঈদের ছুটিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'লকডাউন ও ঈদের ছুটিতে অনেকে ঘরে তালা দিয়ে গ্রামে চলে গেছেন। আবার অনেক নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে গেছেন। এসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সুযোগ হয়েছে। আমি সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত তদারক করছি। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনেক মিটিং করেছি। তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহযোগিতা করছি। মশক কর্মীরা সকালে লার্ভিসাইড স্প্রে করে। বিকেলে ফগিং করে মশা নির্মূলে কাজ করা হচ্ছে। সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে।' 

উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, 'আগামী ১৫ আগস্টের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কাউন্সিলরসহ সবাইকে আরও তৎপর হতে হবে।'     

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বিভাগ বেড়ে ৯টি

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র