হোম > জাতীয়

জেমস প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি থেকে বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারি কর্মচারীদের ব্যবস্থাপনায় গড়ে তোলা গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জেমস) সম্প্রতি তোলা রঙিন ছবিসহ ব্যক্তিগত তথ্য হালনাগাদ না করলে পদোন্নতির জন্য বিবেচনা করবে না সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এক চিঠিতে সব সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের এই নির্দেশনা দিয়ে তাঁদের অধীন সব কর্মকর্তাকে অবহিত করতে বলেছে।

চিঠিতে, সরকারি কর্মকর্তাদের ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ জেমস–এ পিডিএস–এর (পারসোনাল ডাটা সিট বা ব্যক্তিগত তথ্য বিবরণ) সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করতে বলা হয়েছে।

যেসব কর্মকর্তা সরকারের এই নির্দেশনা অনুসরণ করে পিডিএসের তথ্য হালনাগাদ করবেন না, তাঁদের পদোন্নতির জন্য বিবেচনা করা হবে না বলে চিঠিতে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (জিইএমএস বা জেমস) হলো সরকারি কর্মকর্তাদের এবং বিদ্যমান সরকারি পদগুলোর একটি নির্ভরযোগ্য ও গতিশীল তথ্যভান্ডার প্রস্তুত করার প্ল্যাটফর্ম।

এই ব্যবস্থার উদ্দেশ্য হলো, কর্মকর্তাদের কর্মকৃতি মূল্যায়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের অনলাইন সিস্টেম সরবরাহ করা; মানবসম্পদ ব্যবস্থাপনায় তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করা এবং সিস্টেমটি ব্যবহার করে বদলি, পদায়ন, প্রশিক্ষণে মনোনয়ন, কর্মকৃতি মূল্যায়নসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই