হোম > জাতীয়

ডিসি হতে সাক্ষাৎকারে ডাক পেলেন ২৮তম ব্যাচের ৪০ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নিয়েছে সরকার। এই ব্যাচের ৪০ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

আজ সোমবার (১৬ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ২১ জুন সকাল সাড়ে ৯টা থেকে ডিসি নিয়োগের ফিট লিস্ট তৈরির সাক্ষাৎকার শুরু হবে। অনুমিত না নিয়ে সাক্ষাৎকারে অনুপস্থিত থাকা ‘বাঞ্ছনীয়’ নয়।

বিসিএস ২৮তম ব্যাচে প্রশাসন ক্যাডারের ১৮৪ জন কর্মকর্তা রয়েছেন। প্রথম ধাপে ১৬৩৩৯-১৬৩৯৭ আইডিধারীদের ফিট লিস্টের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

এর আগে ডিসি পদের ফিট লিস্ট তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশে বলা হতো, সাক্ষাৎকারে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ না চাইলে সাক্ষাৎকারে অংশ নাও নিতে পারেন।

তবে বিগত তিন জাতীয় নির্বাচনে ডিসির দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে যাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে, তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। যাঁদের চাকরি ২৫ বছর পূর্ণ হয়নি, তাঁদের ওএসডি করা হয়েছে। এরপর ডিসি নিয়োগের ফিট লিস্ট তৈরির সাক্ষাৎকারে অনেকেই অংশ নেননি।

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার