ইউক্রেনের বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজে হামলায় এক নাবিক নিহতের ঘটনায় শোক জানিয়েছে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার পেজে শোক জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওলভিয়া বন্দরের (ইউক্রেন) ভেতরে নোঙ্গর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছেন। আমরা মরহুমের আপনজনদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করতে রাশিয়া কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক পোস্টে চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন জানান, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়েছে। হামলায় একজন প্রকৌশলী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় ২ মার্চ, রাত প্রায় ৯টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলা হয় বলে জানান তিনি।
ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে ২৯ নাবিক রয়েছেন।