হোম > জাতীয়

ইউক্রেনে বাংলাদেশি নাবিক নিহতে রুশ দূতাবাসের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনের বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজে হামলায় এক নাবিক নিহতের ঘটনায় শোক জানিয়েছে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস। 

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার পেজে শোক জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওলভিয়া বন্দরের (ইউক্রেন) ভেতরে নোঙ্গর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছেন। আমরা মরহুমের আপনজনদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করতে রাশিয়া কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক পোস্টে চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন জানান, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়েছে। হামলায় একজন প্রকৌশলী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় ২ মার্চ, রাত প্রায় ৯টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলা হয় বলে জানান তিনি। 

ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে ২৯ নাবিক রয়েছেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন