হোম > জাতীয়

গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন: সালমান এফ রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। বৈঠকে এ দুই নেতা মত প্রকাশ করেন, গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তনের একমাত্র উপায় হলো নির্বাচন। এ সময় তাঁরা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সালমান এফ রহমান ও আজরা জেয়া নিজ নিজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের টুইট থেকে জানা গেছে, তাঁরা বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন, রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা ও গাজা ইস্যুসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। 

গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সালমান এফ রহমান তাঁর টুইটে লেখেন, ‘স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছি আমরা। একটি গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তনের একমাত্র উপায় হলো নির্বাচন—এ বিষয়েও আমরা একমত হয়েছি।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলেছি যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আন্ডার সেক্রেটারি আজরা জেয়াও পুনর্ব্যক্ত করেছেন যে, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন দেবে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে চায়।’

মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া তাঁর টুইটে লেখেন, ‘সালমান এফ রহমান এমপির সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। গাজায় মানবিক সহায়তা প্রদান, রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতা এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ আরও বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।’

এর আগে গত ১৫ জুলাই বাংলাদেশ সফরের সময় আজরা জেয়া সংঘাত পরিহার করে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের মানুষের ওপরই ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, ‘সহিংসতা প্রত্যাখ্যান করে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করার জন্য আমি সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিই।’

মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন বর্জন বাংলাদেশের নিজস্ব বিষয়। যুক্তরাষ্ট্রের এ ক্ষেত্রে ভূমিকা রাখার কথা নয়। কোনো দলের প্রতি আমাদের পক্ষপাত নেই।’ তবে তিনি জানান, প্রকৃত অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র পরীক্ষা করে দেখছে।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক