হোম > জাতীয়

১১ ঘণ্টা পর সীমিত পরিসরে চালু দ্রুতগতির মোবাইল ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ১১ ঘণ্টা পর আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সীমিত পরিসরে চালু হয়েছে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা (থ্রিজি/ফোরজি)। ঢাকার বিভিন্ন জায়গায় এই সেবা চালু হলেও রংপুর, সিলেট ও চট্টগ্রামের একাধিক গ্রাহক এখনো ইন্টারনেটে ধীরগতি পাওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি গণমাধ্যম শাখার উপপরিচালক জাকির হোসেন খান আজকের পত্রিকাকে জানান, কারিগরি ত্রুটির কারণে দীর্ঘক্ষণ মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এখন সেটা চালু করা হয়েছে। ঢাকায় সীমিত পরিসরে চালু হলেও দেশের নানা জায়গায় এখনো মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু না হওয়ার বিষয়ে তিনি বলেন, ধীরে ধীরে দেশের সব জায়গায় চালু হয়ে যাবে।

বিটিআরসির ভাষ্যমতে, কারিগরি ত্রুটির কারণে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বন্ধ হয়ে যায় মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা। 

দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা মেহেদি হাসান মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ১২টার পর থেকে মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছি না।’ আজ বিকেল সাড়ে ৫টায় এ সমস্যার কথা জানিয়েছেন তিনি। 

সিলেট শহরের বাসিন্দা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত চেষ্টা করেও ফোনের ডাটা ব্যবহার করে দ্রুত গতির ইন্টারনেট সেবা (থ্রিজি/ফোরজি) ব্যবহার করতে পারেননি তিনি। 

চট্টগ্রাম শহরের বসবাস করা মুক্তার হোসেন জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যবহার করা গেলেও মোবাইল ডাটা ব্যবহার করা যাচ্ছে না। 

ঠিক কী কারণে সারা দেশে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা ব্যবহার করা যাচ্ছে না এ বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। 

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির