হোম > জাতীয়

১১ ঘণ্টা পর সীমিত পরিসরে চালু দ্রুতগতির মোবাইল ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ১১ ঘণ্টা পর আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সীমিত পরিসরে চালু হয়েছে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা (থ্রিজি/ফোরজি)। ঢাকার বিভিন্ন জায়গায় এই সেবা চালু হলেও রংপুর, সিলেট ও চট্টগ্রামের একাধিক গ্রাহক এখনো ইন্টারনেটে ধীরগতি পাওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি গণমাধ্যম শাখার উপপরিচালক জাকির হোসেন খান আজকের পত্রিকাকে জানান, কারিগরি ত্রুটির কারণে দীর্ঘক্ষণ মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এখন সেটা চালু করা হয়েছে। ঢাকায় সীমিত পরিসরে চালু হলেও দেশের নানা জায়গায় এখনো মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু না হওয়ার বিষয়ে তিনি বলেন, ধীরে ধীরে দেশের সব জায়গায় চালু হয়ে যাবে।

বিটিআরসির ভাষ্যমতে, কারিগরি ত্রুটির কারণে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বন্ধ হয়ে যায় মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা। 

দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা মেহেদি হাসান মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ১২টার পর থেকে মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছি না।’ আজ বিকেল সাড়ে ৫টায় এ সমস্যার কথা জানিয়েছেন তিনি। 

সিলেট শহরের বাসিন্দা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত চেষ্টা করেও ফোনের ডাটা ব্যবহার করে দ্রুত গতির ইন্টারনেট সেবা (থ্রিজি/ফোরজি) ব্যবহার করতে পারেননি তিনি। 

চট্টগ্রাম শহরের বসবাস করা মুক্তার হোসেন জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যবহার করা গেলেও মোবাইল ডাটা ব্যবহার করা যাচ্ছে না। 

ঠিক কী কারণে সারা দেশে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা ব্যবহার করা যাচ্ছে না এ বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। 

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন