হোম > জাতীয়

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৭ জন সফল আত্মকর্মী ও সংগঠককে এবার জাতীয় যুব পুরস্কার দেবে সরকার। জাতীয় যুব দিবসে কাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এদের হাতে পুরস্কার তুলে দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

সচিবালয়ে আজ রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় যুব দিবসের কর্মসূচি জানাতে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাতীয় যুব পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। 

আত্মকর্মী (সারা দেশ) শ্রেণিতে তিনজন, বিভাগীয় কোটায় প্রতি বিভাগে দুজন করে আট বিভাগের ১৬ জন, নারী কোটায় একজন, বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) কোটায় একজন এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী কোটায় একজন আত্মকর্মীকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া যুব সংগঠক কোটায় পাঁচজন পাবেন এই পুরস্কার। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আত্মকর্মী (সারা দেশ) শ্রেণিতে কিশোরগঞ্জের রিমা আক্তার প্রথম, বান্দরবানের অংশে থোয়াই মার্মা দ্বিতীয় ও নওগাঁর মো. সোহেল রানা তৃতীয় পুরস্কার পাচ্ছেন। 

আত্মকর্মী (বিভাগীয় কোটা) শ্রেণিতে ঢাকা বিভাগে গোপালগঞ্জের স্বপন মজুমদার ও গাজীপুরের মনোয়ারা আক্তার, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরের আইরিন সুলতানা ও নোয়াখালীর মো. মিজানুর রহমান, রাজশাহী বিভাগের রাজশাহী জেলার মো. আব্দুর রহিম ও বগুড়ার মোছা. পারুল আক্তার, খুলনা বিভাগের মাগুরার অনুদেব দাস ও বাগেরহাটের মোছা. জিলুফার ইয়াসমিন জলি, সিলেট বিভাগের সিলেট জেলার মো. আমজাদ হোসেন চৌধুরী ও হবিগঞ্জের মো. ইয়াকুত মিয়া, বরিশাল বিভাগের বরগুনার মো. লুৎফুর রহমান ও ঝালকাঠির সৈয়দ এনামুল হক, রংপুর বিভাগের রংপুরের শৈবাল রহমান গিনি ও গাইবান্ধার মোছা. নুসরাত জাহান সখী এবং ময়মনসিংহ বিভাগের শেরপুরের ইসরাত রেহানা ও জামালপুরের মো. খোরশেদ আলম জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন। 

চট্টগ্রামের হাসিনা আক্তার চৌধুরী নারী কোটায় আত্মকর্মী পুরস্কার এবং বিশেষ চাহিদা সম্পন্ন/অটিস্টিক কোটায় আত্মকর্মী পুরস্কার পাবেন টাঙ্গাইলের মো. দেলোয়ার হোসেন। বান্দরবানের চিং পাইয়ি মার্মা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটায় পুরস্কার পাচ্ছেন। 

এ ছাড়া যুব সংগঠক (পুরুষ) শ্রেণিকে মাগুরার মো. বাবুল আক্তার ও গাজীপুরের মো. সোহেল রানা পুরস্কার পাচ্ছেন। যুব সংগঠক (নারী) শ্রেণিতে পুরস্কার পাচ্ছেন মুন্সিগঞ্জের নার্গিস আক্তার ও নরসিংদীর আফরোজা সুলতানা। এ ছাড়া পিরোজপুরের মো. নিয়াজ ফেরদৌস বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় যুব সংগঠক হিসেবে পুরস্কার দেওয়া হবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান। 

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল