হোম > জাতীয়

আলজেরিয়া, কাতার ও জাপান যেতে পারেন প্রধানমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলজেরিয়া, কাতার ও জাপান সফরে আমন্ত্রণ জানিয়েছে দেশ তিনটির সরকার। যথাক্রমে আগামী ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে দেশগুলোয় তাঁর সফরের জোরালো সম্ভাবনা আছে বলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে পেতে আলজেরিয়া সরকার আগ্রহ প্রকাশ করার পর আগামী ফেব্রুয়ারি মাসে এই সফর আয়োজনে উভয় পক্ষ কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জোটনিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আলজেরিয়া গিয়েছিলেন।

কাতারে রাজধানী দোহায় আগামী ৫ থেকে ৯ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে কাতার সরকার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতির সম্ভাবনাকে সামনে রেখে তাঁর এই সম্মেলনে যোগ দেওয়ার বেশ সম্ভাবনা আছে বলে কর্মকর্তারা জানান। 

প্রধানমন্ত্রী জাপান সফরে যাওয়ার কথা ছিল গত নভেম্বরে। এই সফরকে কেন্দ্র করে জাপান সরকার একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি টিম ঢাকায় পাঠিয়েছিল। তখন স্থগিত হয়ে যাওয়া সফরটিই আগামী এপ্রিল মাসে আয়োজন করতে চায় জাপান। এ বিষয়ে বাংলাদেশের তরফেও আগ্রহ আছে বলে কর্মকর্তারা জানান।

এনইআইআর কার্যকর পেছাল ১৫ দিন

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড পরিবর্তন করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল