হোম > জাতীয়

আলজেরিয়া, কাতার ও জাপান যেতে পারেন প্রধানমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলজেরিয়া, কাতার ও জাপান সফরে আমন্ত্রণ জানিয়েছে দেশ তিনটির সরকার। যথাক্রমে আগামী ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে দেশগুলোয় তাঁর সফরের জোরালো সম্ভাবনা আছে বলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে পেতে আলজেরিয়া সরকার আগ্রহ প্রকাশ করার পর আগামী ফেব্রুয়ারি মাসে এই সফর আয়োজনে উভয় পক্ষ কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জোটনিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আলজেরিয়া গিয়েছিলেন।

কাতারে রাজধানী দোহায় আগামী ৫ থেকে ৯ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে কাতার সরকার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতির সম্ভাবনাকে সামনে রেখে তাঁর এই সম্মেলনে যোগ দেওয়ার বেশ সম্ভাবনা আছে বলে কর্মকর্তারা জানান। 

প্রধানমন্ত্রী জাপান সফরে যাওয়ার কথা ছিল গত নভেম্বরে। এই সফরকে কেন্দ্র করে জাপান সরকার একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি টিম ঢাকায় পাঠিয়েছিল। তখন স্থগিত হয়ে যাওয়া সফরটিই আগামী এপ্রিল মাসে আয়োজন করতে চায় জাপান। এ বিষয়ে বাংলাদেশের তরফেও আগ্রহ আছে বলে কর্মকর্তারা জানান।

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১