হোম > জাতীয়

বেক্সিমকোর ৫১ হাজার কোটি টাকার ঋণ-সংক্রান্ত রিটের রায় ১২ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের ৭৮টি প্রতিষ্ঠানের প্রায় ৫১ হাজার কোটি টাকার ঋণ, ঋণের অবস্থা ও পরিশোধ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আগামী ১২ মার্চ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।

গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ওই গ্রুপের অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফসহ কয়েকটি বিষয়ে জানতে চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে বিবাদী করা হয়।

ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট বেক্সিমকোর সব প্রতিষ্ঠানের কী পরিমাণ ঋণ আছে তার তথ্য প্রদান করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

রুল শুনানিতে গত বছরের ১৫ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের দায়ের পরিমাণ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনীরুজ্জামান। ওই দিন তিনি বলেন, ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের ৭৮টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ ৫০ হাজার ৯৮ দশমিক ৩ কোটি টাকা। ওই হিসাব গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের বলে উল্লেখ করা হয় শুনানিতে।

আদালতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মুনীরুজ্জামান। এ ছাড়া আবেদনের পক্ষে ব্যারিস্টার মাসুদ আর সোবহান নিজেই শুনানি করেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির