হোম > জাতীয়

তিতুমীরের শিক্ষার্থীদের দাবি পূরণে অনেক কিছু করা সম্ভব নয়: উপদেষ্টা নাহিদ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘তাদের দাবি পূরণে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে অনেক কিছু করে ওঠা সম্ভব নয়। তবে আগামীতে ভালো কিছু হবে বলে প্রত্যাশা করি।’

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

নাহিদ বলেন, তাদের (তিতুমীর শিক্ষার্থীদের) শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক ও দায়িত্বশীল। তবে এই মুহূর্তে হয়তো অনেক কিছুই করা সম্ভব না। জনভোগান্তির বিষয়টি সবাইকে মাথায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে নাহিদ বলেন, ‘আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’

এ সময় সাত কলেজের বিষয়ে উপদেষ্টা বলেন, সাত কলেজ দীর্ঘদিন ধরে জটিল সমস্যায় পরিণত হয়েছিল। অন্তর্বর্তী সরকার এ সমস্যা সমাধান করতে সচেষ্ট আছে।

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে তাঁরা সড়কটি আটকে দেন। এতে জনভোগান্তি তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা।

নাহিদ বলেন, ‘শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছিল তখন মানুষ কিন্তু তাদের সমর্থন করেছিল। আমরা যেকোনো দাবির বিষয় ইতিবাচকভাবে দেখছি। যতটুকু যৌক্তিক, এ সময় বাস্তবায় সম্ভব, তা চেষ্টা করছি।’

সাত কলেজের সমস্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে উপদেষ্টা নাহিদ বলেন, বিগত সময়ে একটা শিক্ষাবিষয়ক ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর জীবনের ওপর প্রভাব পড়েছে। অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই সাত কলেজের সমস্যাটা সমাধান করতে সচেষ্ট। সেখানে প্রত্যেকটা কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। সেটি হয়তো একটা ইতিবাচক সমাধানের দিকে যাবে, সেই প্রক্রিয়া চলমান।

জগন্নাথ হল পরিদর্শনকালে উপদেষ্টা নাহিদের সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁরা পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এদিকে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

তাঁরা পঞ্চম দিনের মতো মহাখালী-গুলশান লিংক রোড বন্ধ করে রাখেন। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তাঁরা রাস্তা বন্ধ করে রাখায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে অসুস্থ এবং নারীরা।

গন্তব্যের উদ্দেশে বের হয়ে মাঝ রাস্তায় আটকে গিয়ে বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে তাদের। এ সময় অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, বেলা ১১টা থেকে মহাখালী অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও তেমন শিক্ষার্থী সকাল থেকে উপস্থিত ছিল না। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। আর মহাখালী-গুলশান লিংক রোডের উভয় পাশই বাঁশ দিয়ে আটকে রাখতে দেখা গেছে। এতে রিকশা, সিএনজি, মোটরসাইকেল, বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন