হোম > জাতীয়

রোববার থেকে খুলছে ভারতের সঙ্গে ১০ স্থলবন্দর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতের সঙ্গে ১০টি স্থল সীমান্ত বন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে এ বন্দরগুলো চালু হবে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। 

মাশফি বিনতে শামস বলেন, দীর্ঘ দিন ধরে স্থল সীমান্তগুলো বন্ধ থাকায়, সেগুলোতেও কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ফলে আগামী রোববার থেকে এগুলো সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চালু থাকবে। এয়ার বাবলে যে ভিসাগুলো অনুমোদিত, সেই ভিসাগুলো দিয়েই স্থল সীমান্ত বন্দর দিয়ে যাতায়াত করা যাবে। 

এর আগে ভারতের সঙ্গে বন্দর খুলে দেওয়া নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পর্যটক ছাড়া অন্য সবাই এই বন্দরগুলো দিয়ে ঢুকতে পারবেন স্বাভাবিক ভাবেই। আগে যে রকম বাংলাদেশ হাইকমিশনের ছাড়পত্র প্রয়োজন পড়ত, এখন আর তা লাগবে না। 

এ ছাড়া কেউ যদি ডাবল টিকা নিয়ে থাকেন এবং করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকে, তাহলে তাঁর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন দরকার পড়বে না। কারও যদি কোনো টিকা না নেওয়া থাকে বা একটি ডোজ টিকা নেওয়া থাকে তবে প্রবেশের সময়ে তাঁকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর করোনার পরীক্ষা করানো হবে। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে ছেড়ে দেওয়া হবে। আর যদি পজিটিভ আসে, তবে তাঁদের চিকিৎসা দেওয়া হবে। 

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশে বিধিনিষেধ চলাকালে পণ্য পরিবহন ও দুই দেশের নাগরিকদের জরুরি ভিত্তিতে যাতায়াতের জন্য পাঁচটি বন্দর খোলা ছিল।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা