হোম > জাতীয়

কোভিড টিকার পেছনে খরচ ৪০ হাজার কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনায় বাংলাদেশ নিজেকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে প্রতি ডোজ ২০ ডলার থেকে ৩০ ডলারে কেনা হয়েছে। এ টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা। 

আজ বৃহস্পতিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউটে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

মন্ত্রী বলেন, ‘যাঁরা এখনো বুস্টার ডোজ নেননি তাঁদের জন্য অল্প দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে আমরা বুস্টার ডোজ দেব।’ 

টিকার হিসাব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি, কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। প্রথম ডোজই দিয়েছি সাড়ে ১২ কোটি, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ ও ৫০ লাখ বুস্টার ডোজ। এই টিকাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনেছি, কোথাও ৩০ ডলার কোথাও ২০ ডলার করে। কিছু টিকা আমরা উপহার পেয়েছি। এই টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।’ 

টিকা দানে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী জাহিদ মালেক। 

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘সংক্রামক ব্যাধি সব সময়ই বাংলাদেশের ছিল। সংক্রামক ব্যাধির এখন অনেকটা সমাধান হয়েছে। অসংক্রামক ব্যাধিতেই দেশের মানুষ বেশি আক্রান্ত। করোনার হিসাব জানলেও আমরা কিডনি, হার্টফেল, হার্ট অ্যাটাক এমন রোগগুলোর আমরা কোনো খোঁজ রাখি না।’ এগুলো কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির কাজ জোরদার করার আহ্বান জানান তিনি। 

করোনার সময়ে অসংক্রামক চিকিৎসা ক্ষেত্র কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে আবারও আগের পর্যায়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ও আইসিইউয়ের ব্যবস্থা করা হয়েছে। এ বছরই সারা বাংলাদেশে এ ব্যবস্থা চালু করা যাবে। আটটি নতুন হাসপাতাল হচ্ছে যার প্রতিটিতেই কিডনি ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার ইউনিট ও কার্ডিয়াক ইউনিট আছে। যেখানে ১৫০টি সিটের ব্যবস্থা করা হচ্ছে। এই কাজগুলো এখনো চলমান আছে। এগুলো চালু হয়ে গেলে ওই জেলার মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকা শহরে আসতে হবে না।’

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর