হোম > জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধের আহ্বান সিপিজের

প্রথম আলো পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি শামসুজ্জামানের প্রতিবেদনসংক্রান্ত সব তদন্ত বন্ধ রাখারও দাবি জানিয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এই সংগঠন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃবিতে এ দাবি জানায়। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে। 

শামসের গ্রেপ্তার হওয়া নিয়ে সিপিজে বলেছে, বুধবার (২৯ মার্চ) ভোরে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ২৬ মার্চ একটি ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে। 

বুধবার রাতে ঢাকার রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, এক অজ্ঞাত ক্যামেরাপার্সনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। 

বিবৃতিতে সিপিজে দাবি করেছে, শামসের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি ভীতির সঞ্চার করছে। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।’ 

পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার আওতায় শামসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে বলে বিবৃতে বলেছে সিপিজে। এই ধারাগুলো আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রচার বা প্রকাশ; আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন তথ্য প্রকাশ বা প্রচার এবং প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন