হোম > জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধের আহ্বান সিপিজের

প্রথম আলো পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি শামসুজ্জামানের প্রতিবেদনসংক্রান্ত সব তদন্ত বন্ধ রাখারও দাবি জানিয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এই সংগঠন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃবিতে এ দাবি জানায়। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে। 

শামসের গ্রেপ্তার হওয়া নিয়ে সিপিজে বলেছে, বুধবার (২৯ মার্চ) ভোরে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ২৬ মার্চ একটি ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে। 

বুধবার রাতে ঢাকার রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, এক অজ্ঞাত ক্যামেরাপার্সনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। 

বিবৃতিতে সিপিজে দাবি করেছে, শামসের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি ভীতির সঞ্চার করছে। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।’ 

পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার আওতায় শামসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে বলে বিবৃতে বলেছে সিপিজে। এই ধারাগুলো আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রচার বা প্রকাশ; আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন তথ্য প্রকাশ বা প্রচার এবং প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির