হোম > জাতীয়

এবার নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজেট স্বল্পতার কারণে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না-ও আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মেইলে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি চিঠি পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন ই-মেইলটি পাঠিয়েছেন। সেই মেইলে তিনি উল্লেখ করেছেন, জুলাই মাসের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সভা করেছেন। সেটি ফলপ্রসূ হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ওই মেইলে তিনি আরও জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ মিশন পাঠানোর যে কথা ছিল, বাজেট স্বল্পতার কারণে তা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

ধন্যবাদ জানিয়ে তাঁরা আরও বলেছেন, সিইসির সঙ্গে তাঁদের যোগাযোগ অব্যাহত থাকবে।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা আছে কি না, জানতে চাইলে ইসিসচিব জাহাংগীর আলম বলেন, এই চিঠির ভাষায় এ-জাতীয় কিছুর উল্লেখ নেই। তাঁরা শুধু অবহিত করেছেন যে তাঁরা পূর্ণাঙ্গ টিম পাঠাবেন না। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এ দেশে যাঁরা আছেন, তাঁরাই করবেন সেটি বলেননি। তাঁরা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন।

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত