হোম > জাতীয়

২০ মের মধ্যে ঢাকার হোটেল-রেস্তোরাঁ নিবন্ধন না করলে ব্যবস্থা: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

২০ মের মধ্যে রাজধানীর যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ রোববার (৪ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ঢাকার সব আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সুপারশপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে শ্রম আইনের আওতায় আনতে হবে। ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারার আলোকে এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

শ্রম উপদেষ্টা আরও জানান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকেরা ঢাকা মহানগরের সব ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনতে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করবেন।

ড. সাখাওয়াত হোসেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে বলেন, ২০ মের মধ্যে যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো কারখানা বা কোনো শ্রেণির কারখানা স্থাপন, সম্প্রসারণের জন্য অনুমতি এবং রেজিস্ট্রি করার নির্দেশ দিতে পারে। সেই সঙ্গে নির্ধারিত ফি প্রদান ও লাইসেন্স নবায়নের বিধানও রয়েছে।

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি