হোম > জাতীয়

সপরিবারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তাঁর স্ত্রী সিলভিয়া পারভীন ও দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি, মির আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এ ছাড়াও টিআর-কাবিখা-কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজেদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি অনুসন্ধান করছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। তারা দেশত্যাগ করলে তদন্তকাজ বিঘ্নিত হতে পারে এবং দেশে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে জানায় দুদক।

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালতের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রেরণের নির্দেশ দেন।

চীন–বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে উত্তেজনা, ‘অসৎ উদ্দেশ্য’ বলল চীন

ভোটের সময় সীমিত থাকবে মোবাইল ও আই-ব্যাংকিং

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব সেনাপ্রধানের

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে কবে, জানাল ইসি

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন