হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যের আরও ৪ দেশে বিমানভাড়ায় বিশেষ সুবিধা পাবেন প্রবাসী কর্মীরা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বিশেষ ভাড়া কেবল একমুখী টিকিটের জন্য প্রযোজ্য হবে। ছবি: এএফপি

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্সযোদ্ধাদের কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে চালু করা বিশেষ রেয়াতি ভাড়ার (ওয়ার্কার ফেয়ার) সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতারগামী প্রবাসী কর্মীদের এ বিশেষ সুবিধার আওতায় আনা হয়েছে।

এত দিন শুধু সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীরা নির্দিষ্ট বুকিং শ্রেণিতে (RBD “T”) এ বিশেষ ভাড়ার সুবিধা পাচ্ছিলেন। এখন থেকে উপসাগরীয় অঞ্চলের ওই চার গুরুত্বপূর্ণ শ্রমবাজারেও এ সুবিধা প্রযোজ্য হবে।

এই বিশেষ ভাড়া কেবল একমুখী টিকিটের জন্য প্রযোজ্য এবং এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা কার্যকর থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, প্রবাসীদের গুরুত্ব ও তাঁদের বৈদেশিক আয়ে অনবদ্য অবদান বিবেচনায় রেখে জাতীয় এয়ারলাইনস অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা সাশ্রয়ী, নিরাপদ ও সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশি প্রবাসী কর্মীরা আরও বেশি উপকৃত হবেন এবং দেশের বাইরে যাত্রা করতে পারবেন কম খরচে ও নিশ্চিন্তে।

এতে প্রবাসী আয় তথা দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের আস্থা ও সন্তুষ্টি আরও বাড়বে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেই তাঁরা তাঁদের আস্থার যাত্রীসঙ্গী হিসেবে বেছে নেবেন।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন