হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যের আরও ৪ দেশে বিমানভাড়ায় বিশেষ সুবিধা পাবেন প্রবাসী কর্মীরা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বিশেষ ভাড়া কেবল একমুখী টিকিটের জন্য প্রযোজ্য হবে। ছবি: এএফপি

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্সযোদ্ধাদের কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে চালু করা বিশেষ রেয়াতি ভাড়ার (ওয়ার্কার ফেয়ার) সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতারগামী প্রবাসী কর্মীদের এ বিশেষ সুবিধার আওতায় আনা হয়েছে।

এত দিন শুধু সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীরা নির্দিষ্ট বুকিং শ্রেণিতে (RBD “T”) এ বিশেষ ভাড়ার সুবিধা পাচ্ছিলেন। এখন থেকে উপসাগরীয় অঞ্চলের ওই চার গুরুত্বপূর্ণ শ্রমবাজারেও এ সুবিধা প্রযোজ্য হবে।

এই বিশেষ ভাড়া কেবল একমুখী টিকিটের জন্য প্রযোজ্য এবং এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা কার্যকর থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, প্রবাসীদের গুরুত্ব ও তাঁদের বৈদেশিক আয়ে অনবদ্য অবদান বিবেচনায় রেখে জাতীয় এয়ারলাইনস অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা সাশ্রয়ী, নিরাপদ ও সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশি প্রবাসী কর্মীরা আরও বেশি উপকৃত হবেন এবং দেশের বাইরে যাত্রা করতে পারবেন কম খরচে ও নিশ্চিন্তে।

এতে প্রবাসী আয় তথা দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের আস্থা ও সন্তুষ্টি আরও বাড়বে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেই তাঁরা তাঁদের আস্থার যাত্রীসঙ্গী হিসেবে বেছে নেবেন।

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক