হোম > জাতীয়

বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আরোপ করছে বাংলাদেশ সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সরকার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আরোপ করছে। শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক অনুষ্ঠানে নিয়মিত বাধা দেওয়া হয়ে থাকে।

যুক্তরাষ্ট্র ২০২২ সালের মানবাধিকার প্রতিবেদনে এ কথা বলেছে। মার্কিন পররাষ্ট্র বিভাগ ওয়াশিংটন থেকে সোমবার (২০ মার্চ) এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০১৮ সালের যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বহাল আছে, তা অবাধ ও নিরপেক্ষ ছিল না বলে মনে করেন পর্যবেক্ষকেরা। ব্যালট বাক্স নিজেরাই ভর্তি করা, ভোটার ও প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের হেনস্তা করা ও অস্বচ্ছ প্রক্রিয়ার জন্য নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে আছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে সরকার ও তার এজেন্টদের দ্বারা যথেচ্ছ হত্যা, সাজানো মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা যথেচ্ছ গ্রেপ্তার, গুম, বিচারবহির্ভূত হত্যা ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা অব্যাহত ছিল। কারো বিরুদ্ধে অভিযোগ থাকার অজুহাতে তাঁর স্বজনদের হেনস্তা করা হয়েছে। 

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রে জবাবদিহির মারাত্মক অভাব রয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ, দলীয়করণ ও দুর্নীতির কারণে বিচার বিভাগের মারাত্মক সংকট চলছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, এতে সুবিচার ও ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগসহ নানা উপায়ে মানুষের মত প্রকাশের ওপর লাগাম দেওয়া হয়েছে।

সাংবাদিকদের ওপর নানা উপায়ে সেন্সরশিপ আরোপ ও নাগরিক সমাজের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া ২০২২ সালেও অব্যাহত ছিল।
 
তবে মার্কিন মানবাধিকার প্রতিবেদনের কথাগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই—জলবায়ু সমাবেশে ধনী দেশগুলোকে বক্তারা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা