হোম > জাতীয়

জাপান থেকে আসছে আরও ৬ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখের বেশি টিকা পাবে বাংলাদেশ। এরই মধ্যে বেশিরভাগ টিকা এসে গেছে। এবার বাকি ছয় লাখ ডোজের বেশি টিকা ঢাকার পথে রওনা হয়েছে।

আজ শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। তবে কখন টিকাগুলো পৌঁছাবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি প্রতিমন্ত্রী। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আাগমীকাল শনিবার বিকেল ৩টার দিকে টিকাগুলো দেশে পৌঁছাতে পারে।

জাপান থেকে এখন পর্যন্ত চার দফায় ২৪ লাখ ২৪ হাজার ৪৮৭ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ। এবার পঞ্চম দফায় বাকি ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আসছে।

ভারতের সেরাম ইনস্টিটিউট ও চীনা সিনোফার্মের সঙ্গে ক্রয় চুক্তির টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২০৭ ডোজ টিকা পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৪৪ জন। ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৮ ডোজ টিকা দিতে পেরেছে সরকার। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জন। তবে পূর্ণ ডোজ পাওয়ার সংখ্যা অনেক কম। এ পর্যন্ত ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। 

ফলে নিবন্ধন করেও এখনো টিকাই পাননি ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন