হোম > জাতীয়

বিদায়ী সংবর্ধনা নিতে যাননি ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’—রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের মন্তব্যটি বেশ আলোচিত হয়েছিল। সেই আলোচিত মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ আজ রোববার বিদায়ী সংবর্ধনা নিতে যাননি হাইকোর্টে।

প্রথা অনুযায়ী শেষ কর্মদিবসে এজলাস কক্ষে বিচারপতিদের সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হয়। তবে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোনো ধরনের সংবর্ধনা না নেওয়ার কথা।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি রোববার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। যার কারণে আদালতে আসতে পারেননি। আর কোনো সংবর্ধনা নেবেন না বলে আগেই জানিয়েছিলেন।’ 

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে ১০ অক্টোবর জামিন দেন বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। একই সঙ্গে তাঁদের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তখন শুনানির একপর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ 

পরে বিচারপতির ওই মন্তব্যে তাঁর শপথ ভঙ্গ হয়েছে বলে সাংবাদিকদের বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগও করেন তিনি। পরবর্তীকালে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ডেকে সতর্ক করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ওই সময় প্রধান বিচারপতির খাস কামরায় আপিল বিভাগের অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক