হোম > জাতীয়

বিদায়ী সংবর্ধনা নিতে যাননি ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’—রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের মন্তব্যটি বেশ আলোচিত হয়েছিল। সেই আলোচিত মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ আজ রোববার বিদায়ী সংবর্ধনা নিতে যাননি হাইকোর্টে।

প্রথা অনুযায়ী শেষ কর্মদিবসে এজলাস কক্ষে বিচারপতিদের সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হয়। তবে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোনো ধরনের সংবর্ধনা না নেওয়ার কথা।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি রোববার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। যার কারণে আদালতে আসতে পারেননি। আর কোনো সংবর্ধনা নেবেন না বলে আগেই জানিয়েছিলেন।’ 

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে ১০ অক্টোবর জামিন দেন বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। একই সঙ্গে তাঁদের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তখন শুনানির একপর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ 

পরে বিচারপতির ওই মন্তব্যে তাঁর শপথ ভঙ্গ হয়েছে বলে সাংবাদিকদের বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগও করেন তিনি। পরবর্তীকালে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ডেকে সতর্ক করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ওই সময় প্রধান বিচারপতির খাস কামরায় আপিল বিভাগের অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ