হোম > জাতীয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৭ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৩ জন এবং বাইরে ৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩১৯ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৬১ জন এবং বাইরে ৫৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ২ হাজার ৮১ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ১ হাজার ৭৭৮ জন এবং বাইরে ৩০৩ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৫৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৫১৪ জন এবং বাইরে ২৪২ জন। মোট মৃত্যু হয়েছে ৬ জনের। তাদের মধ্যে চলতি মাসেই পাঁচজন আর গত মাসে একজন মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৩ দিনে ৯২৫ জন। জুলাইতে গড়ে দৈনিক ৪০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছে। 

কীটতত্ত্ববিদেরা বলছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর বিস্তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলা: ইসি সানাউল্লাহ

রায়েরবাজারে গণকবর থেকে শহীদদের পরিচয় শনাক্ত রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন: প্রধান উপদেষ্টা

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি