হোম > জাতীয়

দ্বাদশ সংসদ নির্বাচন: ভোটকেন্দ্রের খসড়া চূড়ান্ত হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আগামীকাল রোববার। মাঠপর্যায়ের অফিসগুলো থেকে এই তালিকা প্রকাশ করা হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চূড়ান্ত হওয়া খসড়ার এই তালিকা ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) পাঠাবেন মাঠ কর্মকর্তারা। এগুলো দেখে নির্বাচনের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার গেজেট প্রকাশ করবে কমিশন। 

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, কাল ভোটকেন্দ্রের খসড়া তালিকা চূড়ান্ত করা হবে। কেউ চাইলে মাঠপর্যায়ের অফিসে গিয়ে এই তালিকা দেখতে পারবেন। 

এবার চূড়ান্ত খসড়ায় মোট ভোটকেন্দ্র কতটি হলো তা কাল বিকেল নাগাদ জানা যাবে বলেও জানান তিনি। 

ইসি সূত্র জানায়, ভোটকেন্দ্রের নীতিমালা থেকে আগের ভোটকেন্দ্র বহাল রাখার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ায় এবার খসড়া তালিকায় কেন্দ্র পরিবর্তন বেশি হয়েছে। এবার ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতির বিষয়ে ইসি কর্মকর্তাদের পাশাপাশি ডিসি-এসপি, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাদেরও সম্পৃক্ত করা হয়েছে। 

জানা যায়, গত সংসদ নির্বাচনের সময় মোট ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৯৯টি। এবার প্রাথমিক খসড়া তালিকায় ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ৩৮০টি। এই তালিকার ওপর ৩১ আগস্ট পর্যন্ত ৮৫৯টি দাবি-আপত্তি জমা পড়ে। যা ১১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি করে নিষ্পত্তি করা হয়। প্রাথমিক খসড়া থেকে চূড়ান্ত খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা কমবেশি হতে পারে। 

ইসি কর্মকর্তারা জানান, এবার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন ভোটারের জন্য ৪২ হাজারের ওপরে ভোটকেন্দ্রের প্রয়োজন পড়বে। একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের জন্য ছিল ৪০ হাজার ১৯৯টি, দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের জন্য ৩৭ হাজার ৭০৭টি এবং নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ ভোটারের জন্য ৩৫ হাজার ২৬৩টি ভোটকেন্দ্র ছিল। 

আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এ লক্ষ্যে নভেম্বরের দিকে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে ইসির।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন