হোম > জাতীয়

নির্বাচন নিয়ে কথা বলা ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ মনে করে না যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। নির্বাচনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণার পর চীন ও রাশিয়া বিষয়টিকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করে আওয়ামী লীগ সরকারের পাশে দাঁড়ানোর কথা বলেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বলছে, কোনো দেশের নির্বাচন নিয়ে কথা বলা ওই দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ নয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সোমবার (১০ জুলাই) ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে না যুক্তরাষ্ট্র। 

ম্যাথিউ মিলার বলেন, ‘আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অন্য কোনো দেশ যদি আমাদের সঙ্গে কথা বলে, আমরা সেটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করি না।’ তিনি বলেন, ‘মার্কিনরা এ ধরনের আলোচনাকে স্বাগত জানায়। কারণ, এটা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে।’ 

আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, ভোটের দিনগুলোয় কোন সরকার ক্ষমতায় থাকবে—এসব নিয়ে বেশ কিছু দিন ধরে প্রকাশ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কূটনৈতিক মিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বৈঠক হচ্ছে। 

এর মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এমন মন্তব্য করলেন। আর তাঁর মন্তব্যের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা পৌঁছেছেন একই দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। তাঁর সঙ্গে আছেন দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, উজরা জেয়ার সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানবপাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক। 

মত প্রকাশ ও সংগঠন গড়ার স্বাধীনতা, নারীর অধিকার, প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কেও মার্কিন প্রতিনিধি দলটি অংশীজনদের সঙ্গে কথা বলবে। 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রসচিব মোমেনের সঙ্গে উজরা জেয়া বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। 

এর বাইরে রাজনীতিক, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, নির্বাচনের অংশীজনদের সঙ্গে কথা বলবেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরেও যাবেন উজরা জেয়া ও তাঁর সহকর্মীরা। 

মার্কিন দলটি পৌঁছানোর তিন দিন আগে থেকেই সংসদ নির্বাচন বিষয়ে ঢাকায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে চলেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-পর্যবেক্ষণ মিশন। 

এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস ও অস্ট্রেলিয়ার হাইকমিশন।

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ

ডাক ও টেলিযোগাযোগের ১৫ বছরের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ

গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ ভিডিপি: মহাপরিচালক

গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে, মুন্সিগঞ্জে দুই হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ: কমিশন

প্রার্থীদের হলফনামা ‘সন্দেহজনক’ হলে খতিয়ে দেখবে দুদক