হোম > জাতীয়

নগর কৃষিমেলায় আসেন শহুরে কিষানিরা

আজকের পত্রিকা ডেস্ক­

নিজ স্টলের সামনের গাছে পানি দিচ্ছেন শৌখিন কিষানি নুসরাত পলি। ছবি: আজকের পত্রিকা

কারও হাতে বনসাই, কারও হাতে নতুন জাতের ফুল-ফল গাছের চারা। সবাই শহুরে আধুনিক কিষানি। কেউ নিজের ছাদবাগানের জন্য পছন্দের গাছ কিনতে এসেছেন, আবার কেউ বিক্রি করতে এসেছেন নিজের সংগ্রহে থাকা বিভিন্ন গাছের বাড়তি চারা। এতে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে নগর কৃষিমেলা।

ঢাকার রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো ছয় দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে নগর কৃষি ফাউন্ডেশন। ১৪ ডিসেম্বর শুরু হওয়া মেলা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার।

মেলার শেষ দিনে ঘুরতে এসেছেন শৌখিন কিষানি জাহানারা আহমেদ রোজি। মিরপুর-৭ নম্বরে তাঁর ছাদবাগান রয়েছে। রোজি জানান, মেলায় এসে অন্য শহুরে কিষানিদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন। পছন্দের কিছু গাছও সংগ্রহ করেছেন তিনি।

নগর কৃষিমেলায় ঘুরতে আসা দর্শনার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার জানান, গত বছরও নগর কৃষিমেলায় অংশ নিয়েছিলেন তিনি। এবার মেলা থেকে ব্যতিক্রমী কিছু ফুলের গাছ সংগ্রহ করেছেন।

মেলায় ‘পলির বৃক্ষ পল্লী’ নামে স্টল দিয়েছেন শৌখিন কিষানি নুসরাত পলি। রাজধানীর ধানমন্ডির শংকরে তাঁর ছাদবাগান রয়েছে। পলির স্টলে ফুল, সবজি ও বনসাইয়ের ৫০টির বেশি আইটেম রয়েছে। তিনি বলেন, ‘শখের বশেই ছাদবাগান করেছি। মেলায় অংশ নিয়েছি অভিজ্ঞতা বিনিময়ের জন্য। তবে ক্রেতাদের ভালোই সাড়া পেয়েছি।’

আয়োজকেরা জানিয়েছেন, নগর কৃষিমেলায় ব্যক্তি উদ্যোক্তার পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক নার্সারি ও ব্র্যাক ডেইরি প্রোডাক্ট, ইস্পাহানি অ্যাগ্রো, বিএডিসি, অ্যাগ্রোটেক জৈব সার, প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন স্টল দিয়েছে।

আয়োজক সংগঠক নগর কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর কৃষক প্রকৌশলী মো. গোলাম হায়দার আজকের পত্রিকাকে বলেন, কৃষির নানা আঙিনার মানুষ আয়োজনে অংশ নিয়েছেন। ছয় দিনের মেলায় ১০টি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মেলার পরিসর আরও বাড়ানো হবে।

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন