হোম > জাতীয়

নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সহযোগিতা করতে চায় তুরস্ক। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছে দেশটির প্রতিনিধি দল।

শরিফুল আলম জানান, বৈঠকে দুই দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল তুরস্কের নির্বাচনী ব্যবস্থা এবং ইসি কর্মকর্তারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে দেখো যায় বাংলাদেশের সঙ্গে তুরস্কের নির্বাচনী ব্যবস্থার বেশির ভাগই মিল রয়েছে। যে মিল রয়েছে সেগুলো নিয়ে কথা বলেন তাঁরা। তাঁরা বলেছেন, আমাদের রাজনৈতিক ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য তুরস্ক প্রস্তুত আছে।

ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধি দল। তুরস্কে বাংলাদেশের মতোই আইন মেনে নির্বাচন কমিশন গঠন করা হয় বলে বৈঠকে জানিয়েছে প্রতিনিধি দল।

দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্য তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের হেড অব ডিপার্টমেন্ট হাররু ওস্কান এবং ভোটার রেজিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল হাইরি বাইরাক নির্বাচন কমিশন সচিবের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। ইসি সচিব শফিউল আজিম, এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক, আইডিয়া–২ প্রকল্পের পরিচালক প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন