হোম > জাতীয়

আইইবির নির্বাহী কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী এ আদেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, আইইবির নির্বাহী কমিটি হিসেবে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে তদমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হলো। এই কমিটির কোনো পদ যাতে কেউ দখল করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় তাঁকে সহযোগিতা করেন আইনজীবী প্রিন্স আল মাসুদ, তাওফীক ফাহমী ও এমানুল হক চৌধুরী।

এর আগে গত ১২ নভেম্বর প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রউফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরপর গত ১৯ নভেম্বর বিবাদীদের প্রতি পাঁচ কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলের জন্য কারণ দর্শানোর আদেশ দেন বিচারক।

মামলার বিবাদীরা হলেন—প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রিজু), খান মনজুর মোরশেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, এ. টি. এম তানভীরুল উল হাসান (তমাল), মো. সাব্বির মোস্তফা খান, মোহাম্মদ মাহবুব আলম, মো. নুর আমিন, সাব্বির আহমেদ ওসমানী, আহসানুল রাসেল, মো. হেলাল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুল ইসলাম, কে এম আসাদুজ্জামান ও আলমগীর হাসিন আহমেদ।

বাদী আরজিতে উল্লেখ করেন, মামলার বিবাদীরা পরস্পর যোগসাজশে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এইবি) ব্যানারে গত ২৩ অক্টোবর দৈনিক কালবেলা পত্রিকায় ২,৬ এবং ১৫ নম্বর বিবাদীর স্বাক্ষরে একটি একদিনের বিজ্ঞপ্তি প্রচার করে। গত ২৪ অক্টোবর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সাধারণ সভা অনুষ্ঠিত হবে মর্মে উল্লেখ করে অত্র ১৪ জনের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কমিটি ঘোষণা করে, যা বেআইনি এবং গঠনতন্ত্র পরিপন্থী।

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি