হোম > জাতীয়

ভোটের দিনও গণপরিবহন, প্রাইভেট কার চলবে: জননিরাপত্তা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোটের দিনসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণপরিবহন, প্রাইভেট কারসহ বেশ কিছু যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান। যানবাহন চলাচলের ওপর আগের নিষেধাজ্ঞা শিথিল করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান। 

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে জননিরাপত্তা সচিব এ সিদ্ধান্ত জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সার্কুলারটি শিথিল করা হয়েছে। 

এর কারণ ব্যাখ্যা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটা যানবাহন লাগে। যে সমস্ত যানবাহন মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে অ্যালাও করা হয়েছে।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘রেগুলার রুটের বাস’ ও ‘পাবলিক সার্ভিস বাস’ চলাচল করবে বলে জানিয়ে সচিব বলেন, ‘এটার সার্কুলার হয়তো পেয়ে যাবেন এবং প্রাইভেট কার অ্যালাউড, সিএনজিচালিত অটোরিকশা অ্যালাউড। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং আরো কিছু যানবাহনের ও নিষেধাজ্ঞা থাকবে।’

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা