হোম > জাতীয়

ভোটের দিনও গণপরিবহন, প্রাইভেট কার চলবে: জননিরাপত্তা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোটের দিনসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণপরিবহন, প্রাইভেট কারসহ বেশ কিছু যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান। যানবাহন চলাচলের ওপর আগের নিষেধাজ্ঞা শিথিল করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান। 

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে জননিরাপত্তা সচিব এ সিদ্ধান্ত জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সার্কুলারটি শিথিল করা হয়েছে। 

এর কারণ ব্যাখ্যা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটা যানবাহন লাগে। যে সমস্ত যানবাহন মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে অ্যালাও করা হয়েছে।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘রেগুলার রুটের বাস’ ও ‘পাবলিক সার্ভিস বাস’ চলাচল করবে বলে জানিয়ে সচিব বলেন, ‘এটার সার্কুলার হয়তো পেয়ে যাবেন এবং প্রাইভেট কার অ্যালাউড, সিএনজিচালিত অটোরিকশা অ্যালাউড। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং আরো কিছু যানবাহনের ও নিষেধাজ্ঞা থাকবে।’

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা