হোম > জাতীয়

ভোটের দিনও গণপরিবহন, প্রাইভেট কার চলবে: জননিরাপত্তা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোটের দিনসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণপরিবহন, প্রাইভেট কারসহ বেশ কিছু যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান। যানবাহন চলাচলের ওপর আগের নিষেধাজ্ঞা শিথিল করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান। 

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে জননিরাপত্তা সচিব এ সিদ্ধান্ত জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সার্কুলারটি শিথিল করা হয়েছে। 

এর কারণ ব্যাখ্যা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটা যানবাহন লাগে। যে সমস্ত যানবাহন মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে অ্যালাও করা হয়েছে।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘রেগুলার রুটের বাস’ ও ‘পাবলিক সার্ভিস বাস’ চলাচল করবে বলে জানিয়ে সচিব বলেন, ‘এটার সার্কুলার হয়তো পেয়ে যাবেন এবং প্রাইভেট কার অ্যালাউড, সিএনজিচালিত অটোরিকশা অ্যালাউড। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং আরো কিছু যানবাহনের ও নিষেধাজ্ঞা থাকবে।’

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক