হোম > জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থার তথ্য জানতে চাওয়া অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের রুল আংশিক মঞ্জুর করে আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খাইরুল আলমের বেঞ্চ এই রায় দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে আজ রায় দেওয়া হয়। 

২০১৪ সালের ১৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘মেয়েটি এখন কী করবে?’ শীর্ষক  প্রতিবেদন প্রকাশিত হলে তা যুক্ত করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের ৬ জুন দশম শ্রেণিতে পড়ার সময় ধর্ষণের শিকার হন তরুণী। 

পরবর্তী সময়ে তরুণী সন্তান জন্ম দেন। ধর্ষকের যাবজ্জীবন সাজাও হয়। তবে তিনি নার্সিং কলেজে ভর্তি হতে গিয়ে বিপাকে পড়েন। বিয়ে না করলেও সন্তান থাকায় তাঁকে বিবাহিত নারী হিসেবে গণ্য করা হয়। অথবা ফরমে তাঁকে স্বামী পরিত্যক্তা লিখতে বলা হয়। যদিও মেয়েটি কোনো দলেই পড়েন না। এরপর তিনি ভর্তি হতে না পারার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে রিট করেন দুই আইনজীবী। এতে রুল জারির পাশাপাশি ওই মেয়েকে নার্সিং কলেজে ভর্তির সুযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির