হোম > জাতীয়

প্রাণ বাঁচাতে সুদান ছেড়ে দেশে ফেরা: আজ ফিরলেন ২৬২ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মী হিসেবে সুদান গিয়েছিলেন কবীর (৩০)। সেখানে ভালোই ছিলেন। কিন্তু দেশটির নিরাপত্তা বাহিনীর দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরুর পর সংকট শুরু হয়। কবীর বললেন, ‘একপর্যায়ে জীবনধারণ কঠিন হয়ে পড়ে। প্রাণ বাঁচানো কঠিন হয়ে যেতে পারে এমন আশঙ্কা দেখা দিলে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই।’ আজ শুক্রবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন কবীর।

কবীরসহ ২৬২ জন বাংলাদেশি আজ সুদান থেকে সৌদি আরবের মদিনা ও জেদ্দা হয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে সকালে মদিনা থেকে ঢাকায় পৌঁছেছেন ২৩৯ জন। আর দুপুরে জেদ্দা থেকে এসেছেন ২৩ জন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাবে, সব মিলিয়ে সুদান থেকে শুক্রবার পর্যন্ত দেশে পৌঁছেছেন ৫৭০ জন বাংলাদেশি। ঢাকায় বিমানবন্দরে নামার পর তাঁদের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া নিজ নিজ বাড়িতে ফিরে যেতে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে যাতায়াত ভাড়া দেওয়া হয়।

আজ দেশে ফেরা কর্মীদের বিমানবন্দরে স্বাগত জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, ঢাকায় আইওএম মিশন প্রধান আবদুসাত্তার এসোয়েভ ও আইওএম আঞ্চলিক পরিচালক সারা ইসমায়েল আরিওলা।

আইওএম কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, সুদান থেকে ফেরা অভিবাসী কর্মীদের দেশে তাঁদের পছন্দের পেশায় খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের প্রায় ৬৮৮ নাগরিক সুদান ছেড়েছেন। সংকট শুরুর আগে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, প্রথম পর্যায়ে প্রায় ৭০০ মানুষ দেশে ফিরতে নিবন্ধন করেছিলেন। তবে সংঘাত থামার কোনো লক্ষণ না থাকায় প্রতিদিনই ৮ থেকে ১০ জন করে দেশে ফিরতে ইচ্ছুক মানুষের সংখ্যা বাড়ছে। যাঁরা সুদান ত্যাগ করতে চাইবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁদের সবার দেশে ফেরার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া আছে বলে তিনি জানান।

বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রের খরচে পোর্ট সুদান থেকে প্রথমে জেদ্দা, এরপর জেদ্দা থেকে উড়োজাহাজে ঢাকায় পাঠানো হচ্ছে। সুদানে চলমান সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণ

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল