হোম > জাতীয়

ভোটার সশরীরে হাজির না হলে এনআইডি প্রিন্ট করতে নিষেধ করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা সংশোধনের ক্ষেত্রে ভোটার সশরীরে হাজির না হলে তা প্রিন্ট করতে নিষেধ করে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি শাখার সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম ইতিমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, নতুন এনআইডি নম্বর তৈরি হওয়ার পর অথবা এনআইডি সংশোধন হওয়ার পর ভোটারেরা অনলাইনে এনআইডির কপি ডাউনলোড করে প্রিন্ট করেন। যেহেতু তাঁরা অনলাইনে আবেদন করে থাকেন সেহেতু অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন সেটিই প্রত্যাশা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, উপজেলা, জেলা নির্বাচন অফিস থেকে কার্ডটি প্রিন্ট করা হয়েছে, অথচ ভোটার অনলাইনে ডাউনলোড করার চেষ্টা করছেন। এটি সার্ভারের সমস্যা কিনা তা জানতে চেয়ে অনেকে আইটিতে যোগাযোগ করেন। আবার অনেকে সরাসরি চলে আসেন। অথচ কার্ডটি উপজেলা, জেলা অফিস থেকে প্রিন্ট করা হয়েছে। শুধু একটি লেমিনেটেড কার্ড সংগ্রহের জন্য অনেকের ঢাকা থেকে উপজেলা, জেলায় যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়ায়।

এনআইডি কার্ডটি একবার প্রিন্ট হয়ে গেলে অনলাইন থেকে ভোটার আর ডাউনলোড করতে পারেন না। এ অবস্থায়, নতুন ভোটারের এনআইডি অনুমোদনের পর অথবা সংশোধিত এনআইডি অনুমোদনের পর যেসব ভোটার সশরীরে উপজেলা, জেলায় হাজির হবেন না, সেসব ভোটারের এনআইডি কার্ড প্রিন্ট না দেওয়ার জন্য সিনিয়র জেলা, জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের অনুরোধ করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা