হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের যুগ্ম সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতিপূর্বে বেসরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসা গ্রহণ করেছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে হবে। সেলে প্রাপ্ত বিলসমূহ স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করবে এবং সিভিল সার্জন অফিসে প্রাপ্ত বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে প্রেরণ করবেন। সেল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে।’

এ ছাড়া ইতিমধ্যে যাঁরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুথানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবেদন ফরম গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন