বরিশাল-৫ (সদর উপজেলা) আসনের আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভোটে ফিরতে পারলেন না। তাঁর প্রার্থিতা বাতিল করে চেম্বার আদালতের দেওয়া আদেশ আপিল বিভাগেও বহাল রয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম ইসিতে আপিল করলে তাঁর প্রার্থিতা বাতিল হয়।
পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান সাদিক। তবে জাহিদ ফারুক চেম্বার আদালতে আবেদন করলে আবারও আটকে যান সাদিক আব্দুল্লাহ। অবশেষে ভোটে ফিরতে চেম্বার আদালতে আবেদন করেন সাদিক, যা আজ শুনানির জন্য ছিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।