হোম > জাতীয়

ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আজকের পত্রিকার ফাইল ছবি

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না করলে কোরবানির ঈদের পর সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সোমবার সরকারের দুই উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই ঘোষণা দেন।

চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তরে স্মারকলিপি জমা দেন কর্মচারী নেতারা। এ সময় দুই উপদেষ্টা দপ্তরে ছিলেন না।

স্মারকলিপি জমা দেওয়ার আগে কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ-সমাবেশ করেন। সেখানে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর বলেন, ‘আমরা আনুগত্য, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলায় বিশ্বাসী। কিন্তু আজ আমাদের আনুগত্যের বাইরে ঠেলে দেওয়ার যে অপতৎপরতা চালানো হচ্ছে, আমি এই অপতৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছি।’

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত কর্মচারীরা মাঠে থাকবে জানিয়ে বাদিউল বলেন, ‘সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্বাস্থ্য সেক্টরের কর্মচারীরা ঈদের পরে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখেন। উপজেলা, জেলা এবং এবং ইউনিয়ন পর্যায়ে যেখানে সরকারের কর্মচারীরা কর্মরত আছেন, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন বাস্তবায়ন করবেন ইনশা আল্লাহ।’

কর্মচারীদের উদ্দেশে বাদিউল বলেন, ‘ঈদের পর যদি কঠোর আন্দোলনের ডাক দিই, তাহলে আপনারা সবাই প্রস্তুত থাকবেন তো?’ জবাবে উপস্থিত কর্মচারীরা ‘হ্যাঁ’ বলে চিৎকার করেন।

সরকার কর্মচারীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করাচ্ছে অভিযোগ করে বাদিউল বলেন, ‘বিভিন্ন জায়গায় অস্থিরতা বিরাজ করছে। কিন্তু অস্থিরতা প্রশমনের কোনো উদ্যোগ নেই। কর্মচারীদের শান্তি ও শৃঙ্খলাপূর্ণ এবং ভদ্রোচিত আচরণকে আপনারা যদি দুর্বলতা মনে করেন, সেটা আপনাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। দেশ মুসলিমপ্রধান, সামনে কোরবানি ও বাজেট, তাই আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দিইনি।’

আন্দোলনকারী কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বরাবর স্মারকলিপি দেবেন। গত রোববার তারা জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে স্মারকলিপি দেন।

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়