হোম > জাতীয়

মাহবুবুরের বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন মাহবুবুর রহমান তালুকদার। ২০০৮ সালে তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে আবার এমপি হন তিনি। ওই সময় দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। এ ছাড়া চলতি বছর দুদক আরও দুটি মামলা করেছে। 

এই পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহবুবুর। নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মাহবুবুরের হলফনামা থেকে জানা গেছে, নবম সংসদ নির্বাচনের আগে মাহবুবুরের বার্ষিক আয় ছিল মাত্র ২ লাখ ১৫ হাজার টাকা। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৬০ লাখ ৬৫ হাজার ৯৯২ টাকা। 

অর্থাৎ গত ১৫ বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে প্রায় ২৯ গুণ। ২০০৮ সালে মাহবুবুরের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৩৬ লাখ ৩৩ হাজার ১১২ টাকা। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে সাত গুণের বেশি। বর্তমানে মাহবুবুর রহমানের ৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৪৫১ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। সাবেক এই এমপির ব্যাংকঋণ রয়েছে ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৯২৯ টাকা।

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান