হোম > জাতীয়

মাহবুবুরের বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন মাহবুবুর রহমান তালুকদার। ২০০৮ সালে তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে আবার এমপি হন তিনি। ওই সময় দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। এ ছাড়া চলতি বছর দুদক আরও দুটি মামলা করেছে। 

এই পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহবুবুর। নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মাহবুবুরের হলফনামা থেকে জানা গেছে, নবম সংসদ নির্বাচনের আগে মাহবুবুরের বার্ষিক আয় ছিল মাত্র ২ লাখ ১৫ হাজার টাকা। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৬০ লাখ ৬৫ হাজার ৯৯২ টাকা। 

অর্থাৎ গত ১৫ বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে প্রায় ২৯ গুণ। ২০০৮ সালে মাহবুবুরের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৩৬ লাখ ৩৩ হাজার ১১২ টাকা। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে সাত গুণের বেশি। বর্তমানে মাহবুবুর রহমানের ৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৪৫১ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। সাবেক এই এমপির ব্যাংকঋণ রয়েছে ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৯২৯ টাকা।

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা