হোম > জাতীয়

বিজিবি বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মামলার রুল শুনানি না হওয়া পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে এক মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামির করা আবেদনের শুনানিতে বিজিবি সদস্যদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বৈধতা নিয়ে গতকাল মঙ্গলবার প্রশ্ন তোলেন হাইকোর্ট। আদালত ওই মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। পাশাপাশি রুল শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, আজ সকালে গতকালের আদেশটি প্রত্যাহার করা হয়েছে। গতকাল আদেশের পর তিনি বলেন, আসামিরা বিজিবি আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে বলা আছে, তাঁরা কোন কোন আইনে মামলা করতে পারবেন। তবে সেখানে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলার কথা উল্লেখ নেই। তাই মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। 

গত বছর বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে কসবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। পরে এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আসামি কামরুজ্জামান খান।

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ