হোম > জাতীয়

বিজিবি বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মামলার রুল শুনানি না হওয়া পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে এক মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামির করা আবেদনের শুনানিতে বিজিবি সদস্যদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বৈধতা নিয়ে গতকাল মঙ্গলবার প্রশ্ন তোলেন হাইকোর্ট। আদালত ওই মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। পাশাপাশি রুল শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, আজ সকালে গতকালের আদেশটি প্রত্যাহার করা হয়েছে। গতকাল আদেশের পর তিনি বলেন, আসামিরা বিজিবি আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে বলা আছে, তাঁরা কোন কোন আইনে মামলা করতে পারবেন। তবে সেখানে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলার কথা উল্লেখ নেই। তাই মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। 

গত বছর বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে কসবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। পরে এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আসামি কামরুজ্জামান খান।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর