হোম > জাতীয়

ভারত-বাংলাদেশ ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় আকাশপথে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ফ্লাইট চলাচল। দুই দেশের মধ্যে নিয়মিত শিডিউল ফ্লাইট শুরু না হওয়া পর্যন্ত এই ফ্লাইট চলবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বেবিচক সূত্র জানিয়েছে, এয়ার বাবল চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে সপ্তাহে দুটি এয়ারলাইনসের সাতটি ফ্লাইট ভারতে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা রুটে সপ্তাহে দুটি, দিল্লি রুটে দুটি, ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। তবে ভারতীয় সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে এবং চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকিউলার টেস্ট করাতে হবে। ভ্রমণ ভিসা ব্যতীত সব ভিসায় বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে। 

গতকাল শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এ সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে প্রতি রোব ও বুধবার ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট পরিচালনা করা হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, আগামীকাল রোববার থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইনস প্রতি রোব, বুধ ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একই দিন বেলা ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। 

বেবিচক তথ্যসূত্র বলছে, এয়ার বাবল চুক্তিতে ভারতের নাগরিকেরা ‘ব্যবসায়িক ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ভবিষ্যতে ভারতের সঙ্গে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে বেবিচক। সে ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে পাঁচটি, ইউএস-বাংলা এয়ারলাইনস চারটি ও নভোএয়ার একটি করে ফ্লাইট পরিচালনা করবে। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির