হোম > জাতীয়

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার। ফাইল ছবি

উদ্দীপন থেকে ক্ষুদ্রঋণের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৫ জনকে আসামি করে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, উদ্দীপন থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও অন্যান্যরা ভুয়া ঋণ প্রকল্প দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে অর্থ আত্মাসাতের প্রমাণ পাওয়া গেছে।

দুদকের করা ছয়টি মামলায় উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সদস্য ভবতোষ নাথকে আসামি করা হয়েছে।

পাঁচটি মামলায় আসামি করা হয়েছে উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য মো. মাহবুবুর রহমান, নাহিদ সুলতান ও নজরুল ইসলামকে। চারটি মামলায় আসামি করা হয়েছে উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্য শওকত হোসেন, আবু জামিল ফয়সাল ও রেহানা বেগমকে।

এ ছাড়া উদ্দীপন পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু ও খাজা শামসুল হুদা, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদস্য রেজা সেলিম, নাহিদ মো. তৌহিদকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানা যায়, তাঁদের বিরুদ্ধে দরিদ্র মানুষ থেকে অর্থ সংগ্রহ করে পরে প্রকল্পের নামে লুটপাট করার প্রমাণ পেয়েছে দুদক। মিহির কান্তি মজুমদার সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান। তাঁর ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, যাঁর বিরুদ্ধে দুদক একাধিক অভিযোগ অনুসন্ধান করছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৭১, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও খবর পড়ুন:

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার