হোম > জাতীয়

বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: শ্রম প্রতিমন্ত্রী

বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করে বলেন, তাদের ষড়যন্ত্রের কারণে ২০০১ সালের নির্বাচিত আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। 

আজ বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান ও এপিএ চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের দেশ নিয়ে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশ। বাংলাদেশ তলিয়ে যাচ্ছে। আমরা প্রকৃতপক্ষে এগিয়ে যাচ্ছি, সেটি দেখানো হচ্ছে না। শুধু বলা হচ্ছে বাংলাদেশ দুর্নীতিতে এখনো আগের চেয়ে খারাপ অবস্থায়। যা হোক এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটা জায়গায়, যার প্রতি অনেক পরাশক্তির লোলুপ দৃষ্টি। যুক্তরাষ্ট্র চায় এখানে ঘাঁটি করে চীনকে তারা কবজা করবে বা ভারতকে কবজা করবে এবং চীন চায় তারা একইভাবে ভারতকে কবজা করবে আমাদের এখানে ঘাঁটি করে। বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা কারও কাছে মাথানত করব না।’ 

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী সাহসের সঙ্গে দেশ পরিচালনা করছেন। বলা হচ্ছিল বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। এই গ্যাস দখলে নেওয়ার জন্য পরাশক্তিগুলো প্রতিযোগিতায় নেমেছিল। স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন সরাসরি বাংলাদেশে চলে এসেছিল। আমি অনুষ্ঠানটি দেখেছিলাম, সম্প্রচার করা হয়েছিল। সেখানে আমার নেত্রী বলেছিলেন দেশের মানুষের জন্য ৫০ বছরের গ্যাস মজুত আছে, এই জিনিসটা নিশ্চিত হওয়ার পর চিন্তা করব আমাদের গ্যাস রপ্তানি করব কী করব না। এই কথার কারণে এরপর আমরা ক্ষমতায় আসতে পারিনি। এই পরাশক্তি বিভিন্ন কলকাঠি নেড়ে আমাদের ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছে এবং তাদের সেই প্রচেষ্টা সেদিন সফল হয়েছিল। এরপর যা হোক দেশের মানুষ সব বোঝার পর পর্যায়ক্রমে আমাদের প্রধানমন্ত্রী চারবার দায়িত্ব পালন করছেন।’

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ