রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
নয়াপল্টনে গতকাল বুধবার পুলিশ ও বিরোধী দল বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষে হতাহতের ঘটনার উল্লেখ করে রাষ্ট্রদূত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুকে রাষ্ট্রদূতের বিবৃতিটি প্রকাশ করেছে।
রাজনৈতিক সহিংসতা ও হয়রানি বন্ধ করা এবং আইনের শাসন মেনে চলার জন্য তিনি সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
মার্কিন রাষ্ট্রদূত বিবৃতিতে বলেন, সরকারের উচিত মত প্রকাশ, সংগঠন করা এবং শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানসহ মৌলিক অধিকার রক্ষা এবং সহিংসতার ঘটনাগুলোর তদন্তের ওপর গুরুত্ব দেওয়া।