হোম > জাতীয়

ঈদযাত্রায় নৌপথে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল: নৌপুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদযাত্রায় লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে ঈদের আগে, ঈদের দিন ও পরের পাঁচ দিন করে মোট ১১ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। 

আজ রোববার গুলশান-১ নম্বরে পুলিশ প্লাজায় নৌপুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। 

শফিকুল ইসলাম বলেন, ‘আগামী ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থাও নিতে হবে। এ ধরনের কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’ 

শফিকুল ইসলাম আরও বলেন, ‘খেয়া দিয়ে পারাপার সাবধানতার সঙ্গে করতে হবে। ঈদের সময় লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে হবে।’ 

 ‘শেষ সময়ে গার্মেন্টসগুলো ছুটি হয়। এ কারণে লঞ্চে চাপ বাড়বে। চাঁদপুর, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই এ সময়ে লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত রাখতে হবে।’ 

আইন কঠোরভাবে পালন করার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, ‘আইন প্রয়োগ না করলে সঠিকভাবে কিছু হয় না।’ 

এ সময় লঞ্চ মালিকেরা মোটরসাইকেল লঞ্চে তুলতে দেবেন না জানিয়ে বলেন, ‘আমরা মোটরসাইকেল বহন করব না। এ জন্য লঞ্চঘাটে মোটরসাইকেল যাতে না প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নিতে হবে।’ 

অতিরিক্ত আইজিপি আরও বলেন, ‘সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কোনো নৌযান যেন প্রতিযোগিতা করে বেশি যাত্রী বোঝাই করে বেশি স্পিড দিয়ে নৌযান চালানো যাবে না।’ 

যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমে ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

সভায় ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনালের বাইরে ও ছোট নৌযান থেকে যাত্রী তোলা যাবে না, সকল নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা