হোম > জাতীয়

ঢাকাকে ঘিরে থাকা ৭ জেলায় লকডাউন শুরু

নিজস্ব প্রতিনিধি

ঢাকা: ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় ভোর ছয়টা থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে সায়েদাবাদ, গাবতলীসহ ঢাকার সব টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সকালেও দূরপাল্লার কিছু বাস ঢাকায় প্রবেশ করেছে। 

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়া এবং ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় সরকার এ লকডাউনের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তে ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী ৭ জেলার যাতায়াত বন্ধ রাখার জন্য বলা হয়। জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। আজ ভোর থেকে শুরু হওয়া এ লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে ঢাকা থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। ট্রেন চললেও এ জেলাগুলোতে থামবে না।

সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে খুব বেশি যানবাহন ও যাত্রী দেখা যায়নি। তবে রাতের মধ্যে ঘাটে চলে আসা যানবাহন সকালেও ফেরিতে পার হয়েছে। এ বিষয়ে ফেরিঘাট কর্মকর্তারা জানান, অপেক্ষমাণ যানগুলো পারাপার শেষ হয়ে গেলে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে। 

তবে প্রচণ্ড বৃষ্টির কারণে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। 

প্রসঙ্গত, করোনা শনাক্তের পর ২০২০ সালের মার্চে সরকার নানা বিধিনিষেধ আরোপ করে, চলে দুই মাস। পরে করোনার দ্বিতীয় ঢেউ বিবেচনায় ২০২১ সালের ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়ার ওপর নানা বিধিনিষেধ দেওয়া হয়। পরে বিধিনিষেধ বাড়তে থাকলেও খুলে দেওয়া হয় দোকানপাট ও যান চলাচল। কয়েক দিন ধরে টানা সংক্রমণ বৃদ্ধি, সীমান্তবর্তী এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয়ভাবে লকডাউন, ঢাকাকে ঘিরে থাকা জেলাগুলোতে লকডাউন আরোপ করা হয়েছে। 

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর