হোম > জাতীয়

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নাবিকদের  

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, চিঠিতে ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। চিঠিতে বাংলার সমৃদ্ধির নাবিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আজকেই একটি চিঠি পেয়েছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের থেকে। যুদ্ধ পরিস্থিতিকালিন সময়ে জাহাজ পরিত্যক্ত করার নিয়ম। বিষয়টি আমরা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। লাশটিসহ ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তারা হয়তো বাংকারে যাবেন, সেখান থেকে পরবর্তীতে যে দেশে সুবিধা হয়, সেখানে সরিয়ে নেওয়া হবে।’

রাশিয়ার হামলার বিষয়ে প্রশ্ন করলে মাসুদ বিন মোমেন বলেন, ‘রাশিয়া হামলা করেছে এ রকম কোন প্রমাণ আমাদের কাছে নাই। যুদ্ধের কুয়াশার মধ্যে অনেক ধরনের গোলাগুলি হয়। রাশিয়া বলছে যে তারা এটি করেনি, তবে কে করেছে তা বের করার চেষ্টা করছে।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করে করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন