হোম > জাতীয়

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নাবিকদের  

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, চিঠিতে ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। চিঠিতে বাংলার সমৃদ্ধির নাবিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আজকেই একটি চিঠি পেয়েছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের থেকে। যুদ্ধ পরিস্থিতিকালিন সময়ে জাহাজ পরিত্যক্ত করার নিয়ম। বিষয়টি আমরা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। লাশটিসহ ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তারা হয়তো বাংকারে যাবেন, সেখান থেকে পরবর্তীতে যে দেশে সুবিধা হয়, সেখানে সরিয়ে নেওয়া হবে।’

রাশিয়ার হামলার বিষয়ে প্রশ্ন করলে মাসুদ বিন মোমেন বলেন, ‘রাশিয়া হামলা করেছে এ রকম কোন প্রমাণ আমাদের কাছে নাই। যুদ্ধের কুয়াশার মধ্যে অনেক ধরনের গোলাগুলি হয়। রাশিয়া বলছে যে তারা এটি করেনি, তবে কে করেছে তা বের করার চেষ্টা করছে।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করে করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর