হোম > জাতীয়

‘নতুন শুল্ক হারে কী পরিমাণ দাম কমানো হবে তা এখন বলা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি পণ্য আমদানিতে ভ্যাট ও ট্যাক্স কমানোর কারণে ভোক্তা পর্যায়ে কেমন প্রভাব পড়তে তা জানতে দুই–তিন দিন লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে। 

বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ আজ সোমবার সংস্থাটির কারওয়ান বাজারে লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

এবিএম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স আংশিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমাদের জ্বালানি পণ্যের দামে কী প্রভাব পড়বে তা নির্ণয় করতে কাজ চলছে।’ 

ভ্যাট ও অগ্রিম ট্যাক্স কমানোর ফলে কী পরিমাণ দাম কমতে পারে এই প্রশ্নের জবাবে এবিএম আজাদ বলেন, ‘রোববারই পরিশোধিত জ্বালানি তেলের আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। শুল্ক হার কমানোর ফলে কী পরিমাণ দাম কমানো হবে তা পর্যালোচনা না করে এখন বলা সম্ভব নয়।’ 

ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকা লোকসান গুনছে দাবি করে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘চলতি মাসের ২৮ দিন পর্যন্ত প্যালেটসের মূল্য অনুযায়ী পরিশোধিত ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার। ক্রয়মূল্যের চেয়ে আমরা এখনো ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকার মতো লোকসান দিচ্ছি।’ 

রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের ব্যাপারে তিনি বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের ব্যাপারে খুবই প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে কোন মন্তব্য ও মতামত দেওয়ার মতো জায়গায় আসেনি।’ 

রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত কখন আসতে পারে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ার তেল ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মতামত দেওয়ার ব্যাপারে আমি উপযুক্ত ব্যক্তি নই।’ 

রাশিয়ার তেল বাংলাদেশে আসছে এমন সংবাদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাশিয়া থেকে ৫০ লিটার ক্রুড তেলের একটা নমুনা এসেছে। রাশিয়ার এই তেল আমাদের ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পরীক্ষা করা হবে। রাশিয়ার এই ক্রুড তেলের স্যাম্পলের সঙ্গে তেল আমদানি কোনো সম্পর্ক নেই।’ 

চীন–বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে উত্তেজনা, ‘অসৎ উদ্দেশ্য’ বলল চীন

ভোটের সময় সীমিত থাকবে মোবাইল ও আই-ব্যাংকিং

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব সেনাপ্রধানের

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে কবে, জানাল ইসি

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন