হোম > জাতীয়

‘নতুন শুল্ক হারে কী পরিমাণ দাম কমানো হবে তা এখন বলা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি পণ্য আমদানিতে ভ্যাট ও ট্যাক্স কমানোর কারণে ভোক্তা পর্যায়ে কেমন প্রভাব পড়তে তা জানতে দুই–তিন দিন লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে। 

বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ আজ সোমবার সংস্থাটির কারওয়ান বাজারে লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

এবিএম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স আংশিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমাদের জ্বালানি পণ্যের দামে কী প্রভাব পড়বে তা নির্ণয় করতে কাজ চলছে।’ 

ভ্যাট ও অগ্রিম ট্যাক্স কমানোর ফলে কী পরিমাণ দাম কমতে পারে এই প্রশ্নের জবাবে এবিএম আজাদ বলেন, ‘রোববারই পরিশোধিত জ্বালানি তেলের আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। শুল্ক হার কমানোর ফলে কী পরিমাণ দাম কমানো হবে তা পর্যালোচনা না করে এখন বলা সম্ভব নয়।’ 

ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকা লোকসান গুনছে দাবি করে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘চলতি মাসের ২৮ দিন পর্যন্ত প্যালেটসের মূল্য অনুযায়ী পরিশোধিত ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার। ক্রয়মূল্যের চেয়ে আমরা এখনো ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকার মতো লোকসান দিচ্ছি।’ 

রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের ব্যাপারে তিনি বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের ব্যাপারে খুবই প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে কোন মন্তব্য ও মতামত দেওয়ার মতো জায়গায় আসেনি।’ 

রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত কখন আসতে পারে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ার তেল ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মতামত দেওয়ার ব্যাপারে আমি উপযুক্ত ব্যক্তি নই।’ 

রাশিয়ার তেল বাংলাদেশে আসছে এমন সংবাদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাশিয়া থেকে ৫০ লিটার ক্রুড তেলের একটা নমুনা এসেছে। রাশিয়ার এই তেল আমাদের ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পরীক্ষা করা হবে। রাশিয়ার এই ক্রুড তেলের স্যাম্পলের সঙ্গে তেল আমদানি কোনো সম্পর্ক নেই।’ 

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত