হোম > জাতীয়

কাল থেকে অনলাইনে পাওয়া যাবে ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। আজ রোববার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

ট্রেন চলাচলের বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম জানিয়েছেন, আগামীকাল থেকে ২৮ জোড়া আন্তনগর এবং নয় জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন সারা দেশে চলবে। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান তিনি।

এদিকে আগামীকাল থেকে যাত্রীবাহী লঞ্চও চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অন্যান্য গণপরিবহনের মতো এ ক্ষেত্রেও অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে এবং সবাইকে মাস্ক পরতে হবে। কোনো লঞ্চে এসব নির্দেশনা না মানা হলে রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে।

করোনা সংক্রমণের কারণে গত ৫ এপ্রিল থেকে বন্ধ ছিল আন্তজেলা যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চ চলাচল।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ধাপে ধাপে মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়। নতুন করে আরও সাত দিন লকডাউন বাড়াল সরকার। আজ রোববার ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বা মানুষের চলাচলে বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলা গণপরিবহন চলবে এবং হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল