হোম > জাতীয়

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার (১৬ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ মামলাটি দায়ের করেন। 

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। 
 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রথম মামলাটি করা হয় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের তাঁর স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন ও ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

দুদকের অপর একটি মামলার আসামি করা হয়েছেন মহিউদ্দিন আহমেদকে। তাঁর বিরুদ্ধে ১ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে সমবায় ব্যাংকের ৭ হাজার ৩৯৮ ভরি স্বর্ণ বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

অভিযোগ রয়েছে, সমবায় ব্যাংকে সাধারণ গ্রাহকেরা ঋণের বিপরীতে সোনা বন্ধক রেখেছিলেন। গ্রাহকদের সেই বন্ধক রাখা সোনা ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির ২ হাজার ৩১৬ জন গ্রাহক। 

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ এর (২) ও ২৭ এর (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন