হোম > জাতীয়

নারীর কোষে কোষে সহ্যক্ষমতা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের নারীরা এখন অনেক ভালো জায়গায় স্থান করে নিয়েছেন ঠিকই, কিন্তু নারীরা এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত। নারীরা সন্তান জন্মদানের সময় প্রতিবার মৃত্যুর মুখোমুখি হন। তাও তাঁরা এ কাজ করে যাচ্ছেন। নারীর প্রতি কোষে কোষে সহ্যক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘করোনাকালে দলিত ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের প্রতি সহিংসতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীর অধিকার রক্ষায় যারা এখনো দাঁড়াননি, তাঁরা নারীর পাশে দাঁড়ান। কারণ, নারী বিজয়ী হলে আমরা সবাই বিজয়ী হব।’ 

ডা. দীপু মনি বলেন, ‘একই নারী মা হিসেবে যে সম্মান পান, স্বামীর কাছে সে সম্মান পান না। নারীরা তাঁদের যোগ্যতা প্রমাণ করে ভালো স্থানে গেলেও এখনো অনেক নারী তাঁর অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নারীর সামনে সমাজ এক দেয়াল তৈরি করে দিচ্ছে। এটা থেকে একজন নারীকে বেরিয়ে আসাই তাঁর জন্য যুদ্ধ। কিন্তু অধিকাংশ নারী সেই দেয়ালের ভেতরে আটকে পড়ে। নারী পারে না—এমন কোনো কাজ নেই। নারীর সহ্যক্ষমতা তাঁর কোষে কোষে আছে, তাই সে সব পারবে।’ 

অনুষ্ঠানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইনসহ অনেক আইন আছে। কিন্তু এগুলো বাস্তবায়নে আমাদের নজর দেওয়া উচিত। আমাদের সংবিধানে বারবার সমতার কথা বলা হয়েছে। সমতলের অধিবাসী, দলিত বলতে আলাদা কিছু নয়, আমরা সবাই-ই সমান। এই মহামারি আরেকটা মহামারি সৃষ্টি করেছে, তা হলো নারীদের প্রতি সহিংসতা।’

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল