হোম > জাতীয়

করোনার প্রকোপ সামলাতে সারা দেশে ‘ব্লক’ যেসব এলাকা

ঢাকা: করোনাভাইরাসের ভারতীয় ধরন বা ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তার রোধে সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলার নির্দিষ্ট এলাকা আগেই ব্লক (লকডাউন) করে দেওয়া হয়েছে। এবার যুক্ত হলো আরও সাতটি জেলা।

আজ সোমবার সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সাত জেলায় ‘সার্বিক কার্যাবলি ও চলাচল’ বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো– নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী। এই সাত জেলায় শুধু জরুরি সেবাগুলো চালু থাকবে। লকডাউনের সময় কেউ যাতায়াত করতে পারবে না। জেলাগুলো ব্লক থাকবে। সব অফিস বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বর্তমানে সাতক্ষীরায় লকডাউন দেওয়া আছে। বাগেরহাট ও মোংলা ব্লক করে দিয়েছে। যশোরের অভয়নগর পৌরসভা, বেনাপোল, শার্শা ও ঝিকরগাছা বন্ধ আছে। কুষ্টিয়া সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্লক করা আছে। মেহেরপুর ও মাগুরা পৌরসভায় কয়েকটি ওয়ার্ড ব্লক করা আছে। রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভার সিংড়া উপজেলা, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা ও কানাই উপজেলা ব্লক করে দেওয়া আছে। তবে চাঁপাইনবাবগঞ্জে এখন আর ব্লক নেই।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৫ জুলাই পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা আছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ব্লক জেলাগুলো ব্লক থাকলে অন্য জেলা থেকে কেউ আসতে পারবে না। জেলা প্রশাসকদের অথোরিটি দিয়ে দেওয়া হয়েছে, তাঁরা চাইলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্লকের সময় জেলার সার্বিক কার্যাবলি, চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এই সময় শুধু আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন– কৃষি উপকরণ, জরুরি খাদ্যপণ্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী, যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর