হোম > জাতীয়

সার্চ কমিটিতে নাম দিয়েছে ২৪ দল, ই-মেইলেও এসেছে অনেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম পাঠিয়েছে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে দুই শতাধিক প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। 

আজ শুক্রবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘আমরা যেসব নিবন্ধিত রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বান করেছিলাম, তাদের মধ্যে ২৪টি দল নাম পাঠিয়েছে। আর ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে প্রস্তাব পেয়েছি।’ 

ব্যক্তিগত পর্যায় থেকে কেমন প্রস্তাব এসেছে, সাংবাদিকেরা জানতে চাইলে যুগ্ম সচিব বলেন, ‘সেটা তো ই-মেইলে এসেছে। ৫টা পর্যন্ত সময় ছিল। সেগুলো আমরা নিয়মমাফিক সমন্বয় করব। আর ই-মেইলে আমরা বেশ সাড়া পেয়েছি। যেটা দেশ-বিদেশ থেকেই অনেকেই ছিলেন।’ 

মোট কতজনের নাম প্রস্তাব করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, ‘সেটার হিসাব এখনো করি নাই। আমরা সব কটি নাম সমন্বয় করে সার্চ কমিটির কাছে উপস্থাপন করব।’ 

তিনি বলেন, ‘কালকে আমাদের অনুসন্ধান কমিটি বিশিষ্টজনদের সঙ্গে বসবে। যাঁরা বিভিন্ন ক্ষেত্রে প্রখ্যাত ও সবার কাছে শ্রদ্ধেয়, তাঁদের সঙ্গে বেলা ১১টায় মতবিনিময় করবে অনুসন্ধান কমিটি। সেখানে প্রথিতযশা আইনজীবী, শিক্ষাবিদ, প্রশাসনিক কাজে অভিজ্ঞ এবং পেশাজীবী সংগঠনের নেতা এবং যাঁরা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, তাঁরা রয়েছেন। দ্বিতীয় সেশনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করবে সার্চ কমিটি।’ 

১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক ক্ষেত্রের অভিজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক হবে। পরবর্তী সময়ে সার্চ কমিটির কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যুগ্ম সচিব শফিউল আজিম। 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন