হোম > জাতীয়

গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে  সম্প্রতি বেআইনি, অযৌক্তিক ও অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির নামে সাধারণ নাগরিকদের হেনস্তা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেব।  

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। যা দেশের প্রচলিত আইন এবং নৈতিকতার পরিপন্থী। ভাড়া নির্ধারণের আইনি ভিত্তি কী? এটি কি মালিকদের দাবির মুখে অনুমোদন দেওয়া হয়? না কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণে সংসদ প্রণীত আইনের অধীনে কখন ও কত বছর পর ভাড়া বাড়ানো হবে এ মর্মে কী বিধি রয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে আরও বলা হয়, ঢাকাসহ দেশের সব রুটের ভাড়া নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী সব পরিবহনে চার্ট টানানো বাধ্যতামূলক করতে হবে। সুনির্দিষ্ট স্টপেজে সাইনবোর্ড কিংবা ইলেকট্রনিক বিলবোর্ডে সেগুলো লিখে ডিসপ্লে করতে হবে। যাতে যাত্রীরা ভাড়া সম্পর্কে অবগত হতে পারেন। ছাত্র-ছাত্রীদের বাস ও লঞ্চ ভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত অনতিবিলম্বে বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। সারা দেশের কতগুলো গণপরিবহনের ফিটনেস সার্টিফিকেট আছে ও কতগুলোর নেই তা দ্রুত জানাতে হবে। কত সংখ্যক ড্রাইভারের লাইসেন্স আছে তাও জানাতে হবে।

ওয়ে-বিলের বিষয়ে বলা হয়, এটি মানুষ ঠকানোর একটি হাতিয়ার মাত্র। এটার কথিত প্রয়োগ যথাশিগগির বন্ধ ও বাতিল করতে হবে। সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির